ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার
গোপন তথ্যের ভিত্তিতে খুলনার দিঘলিয়া উপজেলার দায়িত্বে নিয়োজিত যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নেভির লেঃ কমান্ডার তাইফ আবরার, (এক্স), বিএন (পিনং ৩২৭১) নেতৃত্বে ০৯ সদস্যের টহল দল কর্তৃক ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় মাদক ব্যবসায়ী রমজান হাওলাদার পিতাঃ আশরাফ হাওলাদার গ্রাম+ পোস্টঃ চন্দ্রনীমহল থানাঃ দিঘলিয়া জেলাঃ খুলনাকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামরুল পিতাঃ লুৎফর শেখ গ্রাম+ পোস্টঃ চন্দ্রনীমহল থানাঃ দিঘলিয়া জেলাঃ খুলনা এর ঘর তল্লাশি করে মাদক সেবনের উপকরণ, দেশীয় অস্ত্র ও আনুমানিক ৫০০ গ্রাম পরিমাণ গাঁজা পাওয়া যায়।
উল্লেখিত মাদক ব্যবসায়ীর স্ত্রী শান্তা বেগম গ্রাম+ পোস্টঃ চন্দ্রনীমহল থানাঃ দিঘলিয়া জেলাঃ খুলনাকেও উক্ত ব্যবসা পরিচালনা করার জন্য আটক করা হয়। উল্লেখ্য, জব্দকৃত মালামাল ও আসামিকে বিকাল পৌনে ৫ টায় দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.