নিজস্ব প্রতিবেদক
খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর বাজারে সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে নাঈম সানা (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মৈখালী গ্রামের খোসদেল সানার ছেলে নাঈম সানা তার এক বন্ধুর মোটরসাইকেলে উঠে উপজেলার ধানিবুনিয়া এলাকার 'কফি হাউস' থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় অপর দুটি মোটরসাইকেল তাদের পিছু তাড়া করে। তারা শরাফপুর বাজারে শাহিনুরের রাইচ মিলের সামনে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত পরিচয় আততায়ী সামনের মোটরসাইকেলে থাকা নাঈমকে গুলি করে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে চালক মোটরসাইকেল থামালে নাঈমের গায়ে রক্ত দেখতে পান। তখন এলাকার লোকজন এগিয়ে যেয়ে তাকে শরাফপুর বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক নাঈমের বুকের নিচে গুলিবিদ্ধ অবস্থা দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠান। খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নাঈমের জরুরি চিকিৎসা চলছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, নাঈমকে গুলি করার কারণ সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.