খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পার্শ্ববর্তী রূপসা গরুরহাট কবরস্থানের পাশে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত রনি সরদার নগরীর টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম রনির নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে একদল সন্ত্রাসীরা রনির ডান কানের নিচে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত রনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, নিহত রনি কখনো নগরীর টুটপাড়া ও কখনো কখনো নদীর ওপার রূপসার রেল লাইনের কাছে থাকত। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে সব তথ্য আমরা পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এখনই সব কিছু বলা যাচ্ছে না।