নিজস্ব প্রতিবেদক
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় মহান বিজয় দিবস উদযাপন করেন জাতীয় নাগরিক কমিটি। এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় আহম্মদ হামীম রাহাতের নেতৃত্বে শিববাড়ি চত্তর থেকে র্যালী বের করে নাগরিক কমিটি খুলনা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে শীব বাড়ির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ র্যালি।
এসময় উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন মোড়ল, নুরুজ্জামান তুহিন, ডা: এফএম খালিদুজ্জামান, মো.ফরিদ পাঠান, রাবেয়া খাতুন রেখা, সাংবাদিক বশির হোসেন, এম সাইফুল ইসলাম, মোঃ বেলাল হোসেন রুবেল, মিনান মুশফিক, মো.রমজান, সাহানা পারভীন শিল্পী, হাফসা আক্তার, এস এম রিয়াজুল ইসলাম, ইমন মোল্লা, এ্যাড. মো. মইনুল ইসলাম জীবন, মো.তরিকুল ইসলাম, সাবিকুন্নাহার, জাকির হোসেন, মো.আশিকু রহমান, মো.আরিফুল ইসলাম, মো.সাকিব, মো.জয়, মোসা. শারমিন সুলতানা হীরা, হাসিবুর রহমান প্রমুখ। এছাড়া খুলনার বিভিন্ন থানার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আহম্মদ হামীম রাহাত বলেন, ২৪-এর জুলাই বিপ্লবের মতো ১৯৭১ সালেও দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের আপামর জনতা স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঐতিহাসিক এই সংগ্রামের বিজয় ছিল পুরো জাতির ঐক্যবদ্ধ ত্যাগ ও তিতিক্ষার ফল। কিন্তু স্বাধীনতার স্বাদ পাওয়ার আগেই সেই একাত্তরের বিজয়কে ছিনতাই করে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল আওয়ামীলীগ ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.