নড়াগাতীর সংবাদ ডেক্স
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ০৩ টি স্বর্ণের চেইন, নগদ (চব্বিশ হাজার তিনশত বাষট্টি) টাকা উদ্ধারসহ তিনজন আসামী গ্রেফতার করে পুলিশ।
আজ (২৭ ডিসেম্বর বুধবার) দুপুর ১২ টা ৩০ মিনিটে খুলনা সোনাডাঙ্গা মডেল থানা প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রাকিবুল ইসলাম, বিপিএম-সেবা, প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন গত ২৬ ডিসেম্বর রাত ১০ টা ৪৫ মিনিটের সময় সোনাডাঙ্গা মডেল থানার একটি চৌকস টিম উক্ত থানাধীন খাঁ বাড়ি মোড়স্থ মরিয়ম এন্টারপ্রাইজ নামক বন্ধ দোকানের সামনে থেকে খুলনা জেলার গ্রেফতারকৃত আসামী রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ০১ টি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য (এক লক্ষ) টাকা ও চুরি যাওয়া -(চার হাজার তিনশত বাষট্টি) টাকা উদ্ধার হয়। পরবর্তীতে আসামী রনির দেওয়া তথ্য মতে তার সহযোগী আসামী খুলনা জেলার মোঃ রবিউল ইসলাম রবি (২২) কে সোনাডাঙ্গা মডেল থানার রাধুনী হোটেলের সামনে হতে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ০১ টি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য (ত্রিশ হাজার) টাকা ও চুরি যাওয়া (দশ হাজার) টাকা উদ্ধার হয়।
পরে গ্রেফতারকৃত আসামী রনি শেখ ও মোঃ রবিউল ইসলাম এর দেওয়া তথ্য মতে তার সহযোগী আসামী খুলনা জেলার মোঃ জুম্মান মোল্লা (২২) কে সোনাডাঙ্গা মডেল থানার ময়লাপোতা মোড়স্থ রহিম ভল্কানাইজিং নামক বন্ধ দোকানের সামনে হতে গ্রেফতার করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ০১ টি স্বর্ণের চেইন, যাহার আনুমানিক মূল্য (চল্লিশ হাজার) টাকা এবং চুরি যাওয়া (দশ হাজার) টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, পলাতক আসামী মোঃ তানভীর সহ আরো ২ থেকে ৩ জন ঘটনার সহিত জড়িত আছে। পলাতক আসামীদের গ্রেফতারসহ অবশিষ্ট চোরাইকৃত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।
এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ.জেড.এম তৈমুর রহমান,সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) জনাব আবু নাসের আল-আমিন এবং সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.