খুলনায় পালিত হলো হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪
১৩ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ, ৩০ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, মঙ্গলবার, হাইওয়ে পুলিশ খুলনা অঞ্চল, খুলনার আয়োজনে বাগেরহাট কাটাখালী হাইওয়ে থানা সংলগ্ন মাঠে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ পালিত হয়। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এ উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে বলেন, “সেবা সপ্তাহের অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই মূলমন্ত্রকে সামনে রেখে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ পালিত হচ্ছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাইওয়ে পুলিশ বিস্তৃত। হাইওয়ে পুলিশ মূলত হাইওয়েতে যে সকল যাত্রীবাহী ও পণ্যবাহী যানবহন চলাচল করে সে সকল যানবাহনের নিরাপত্তা বিধান করে থাকে। হাইওয়ে পুলিশ সৃষ্টির পূর্বে অনেক ডাকাতিসহ বিভিন্ন ধরণের অপরাধ সংঘটিত হতো। ২০০৫ সালের ১১ জুন একটি বিশেষায়িত পুলিশ ইউনিট হিসেবে যাত্রা শুরু করে ‘হাইওয়ে পুলিশ’। ২০০৯ সালে হাইওয়ে পুলিশ বিধিমালা প্রণীত হওয়ার মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং হাইওয়ে পুলিশ গঠন হওয়ার পর থেকে দুর্ঘটনা এবং মহাসড়কে ডাকাতি, ছিনতাই সহ সব ধরণের অপরাধ কমে গেছে। গভীর রাতে যখন কোন দুর্ঘটনা ঘটে বা মানুষ যখন কোন দস্যুতার কবলে পড়ে তখন সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ সহায়তা প্রদান করে থাকেন। এছাড়াও রাস্তায় চলাচলের ক্ষেত্রে চালকের মোবাইল ফোনের ব্যবহারের কারণে মহাসড়কে বিভিন্ন দুর্ঘটনার ঘটছে। এগুলো আমাদের বন্ধ করতে হবে। তাহলে মহাসড়কে দুর্ঘটনা, প্রাণহানি হ্রাস পাবে ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক পণ্য রপ্তানি পরিবহনের সুরক্ষা নিশ্চিত করে দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এ খুলনা বিভাগীয় হাইওয়ে পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইব্রাহীম, পিপিএম অনুষ্ঠানে সভাপত্বি করেন।
উক্ত অনুষ্ঠানে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ নিজামুল হক মোল্যা; কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা; বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা জনাব কানাই লাল সরকার-সহ বাস-মিনিবাস মালিক এবং পরিবহন শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2025 নড়াগাতীর সংবাদ. All rights reserved.