খ্যাতনামা ফ্যাশন ব্রান্ড ‘ বিশ্বরঙ’ এখন খুলনায়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মজিদ স্বরনিতে খুলনা শাখার উদ্বোধন হয়েছে। স্বনামধন্য মডেল, নৃত্য শিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ‘বিশ্বরঙ’ খুলনা শাখা উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দেশ বরেণ্য নৃত্য শিল্পী পান্না খান।
এ সময় খুলনার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
খুলনার শোরুমে শাড়ী, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবী, ফতুয়া, টিশার্ট, শার্ট, মগ, বাচ্চাদের বাহারী সব ড্রেস পাওয়া যাবে।