খুলনার নবাগত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার আজ বুধবার সকালে খুলনার সার্কিট হাউস সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, বিভাগীয় কমিশনার হিসেবে তিনি সবসময় ভালো কিছু করতে চেষ্টা করবেন। খুলনার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের জন্য স্মার্ট ফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে কৃষিক্ষেত্রে প্রযুক্তির সংযোগ ও ফসলের ফলন বৃদ্ধিতে পরামর্শসেবা প্রদান, কৃষিতে উৎপাদিত পণ্যের সহজ বিপণনে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, খুলনা থেকে রাজধানী শহর ঢাকায় স্বল্প সময়ের পৌঁছানোর জন্য নতুন পথে রেল চলাচল শুরু হয়েছে। উক্ত ট্রেনের মাধ্যমে খুলনায় উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারলে কৃষকরা বেশি উপকৃত ও লাভবান হতে পারবেন।
এছাড়াও খুলনার রাস্তাঘাটের উন্নয়ন, ডিজিটাল শিক্ষা প্লাটফর্ম তৈরি, ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যুবকদের জন্য আইটি ও সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। খুলনা সিটি কর্পোরেশন বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় স্থবির হয়ে থাকা অথবা ধীরগতিতে চলমান উন্নয়ন কাজের গতি ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এমতাবস্থায় রাতারাতি সকল বিষয়গুলো আমূল পরিবর্তন না হলেও স্বল্প সময়ের মধ্যে সমস্ত বিষয়গুলোর অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। কেসিসির ঠিকাদারদের কাজের বিল ছাড়ের পূর্বে বিশেষজ্ঞদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই-বাছাই করা হচ্ছে। ইতিমধ্যে কিছু টেন্ডার বাতিল করা হয়েছে, সেগুলোও পুনরায় টেন্ডার দেওয়া হবে। বিগত দিনের তুলনায় ভালো কিছু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দুর্নীতি বন্ধের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.