1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের কাশিয়ানীর সাজাইল ইউনিয়নের মিম প্রাক্তন স্বামীর দ্বারা মিথ্যা মামলায় হয়রানির শিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া’র প্রজন্ম দল, কিশোরগঞ্জ জেলা শাখায় কমিটি প্রকাশ। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, তা নিজের মধ্যে স্থাপন করতে পারে।  বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  চাঁদপুরে জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যার আসামি বাগেরহাট থেকে আটক ইরফান  গোপালগঞ্জের ডিবি’র পৃথক ৩ অভিযানে  মাদক সহ আটক ৪ প্রশংসায় ভাসালেন খুলনা বিআরটিএ’র এডি উসমান সরওয়ার খুলনায় গণমাধ্যমকর্মীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় অনুষ্ঠিত কুতুবদিয়ায় ৫০ পয়েন্ট জমি বন্দোবস্তির জন্য দেড় লাখ! তহসিলদার সেলিম সিকদার নৈশপ্রহরী দিয়ে চলছে কুতুবদিয়া ধুরুং ভূমি অফিস। নির্বাচন নিয়ে এত টালবাহানা কেন?

খুলনায় গণমাধ্যমকর্মীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনার নবাগত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার আজ বুধবার সকালে খুলনার সার্কিট হাউস সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, বিভাগীয় কমিশনার হিসেবে তিনি সবসময় ভালো কিছু করতে চেষ্টা করবেন। খুলনার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের জন্য স্মার্ট ফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে কৃষিক্ষেত্রে প্রযুক্তির সংযোগ ও ফসলের ফলন বৃদ্ধিতে পরামর্শসেবা প্রদান, কৃষিতে উৎপাদিত পণ্যের সহজ বিপণনে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, খুলনা থেকে রাজধানী শহর ঢাকায় স্বল্প সময়ের পৌঁছানোর জন্য নতুন পথে রেল চলাচল শুরু হয়েছে। উক্ত ট্রেনের মাধ্যমে খুলনায় উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারলে কৃষকরা বেশি উপকৃত ও লাভবান হতে পারবেন।

এছাড়াও খুলনার রাস্তাঘাটের উন্নয়ন, ডিজিটাল শিক্ষা প্লাটফর্ম তৈরি, ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যুবকদের জন্য আইটি ও সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। খুলনা সিটি কর্পোরেশন বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় স্থবির হয়ে থাকা অথবা ধীরগতিতে চলমান উন্নয়ন কাজের গতি ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এমতাবস্থায় রাতারাতি সকল বিষয়গুলো আমূল পরিবর্তন না হলেও স্বল্প সময়ের মধ্যে সমস্ত বিষয়গুলোর অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। কেসিসির ঠিকাদারদের কাজের বিল ছাড়ের পূর্বে বিশেষজ্ঞদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই-বাছাই করা হচ্ছে। ইতিমধ্যে কিছু টেন্ডার বাতিল করা হয়েছে, সেগুলোও পুনরায় টেন্ডার দেওয়া হবে। বিগত দিনের তুলনায় ভালো কিছু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দুর্নীতি বন্ধের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park