তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদকে মারধরের ঘটনায় দলের দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজুল আবেদনী সম্পদ জানান, নগরীর বানরগাতি বাজার কলেজ রোডে তানভীরদের বাড়ি। গত ১৩ ডিসেম্বর রাতে কিছু বখাটে তাদের বাড়ির গেটে দাড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। বখাটেদের গেট থেকে সরে যেতে বলে তারা তর্কে জড়ায়। একপর্যায় ডালিম, সজলসহ অন্যান্যরা তানভীরকে বেদম মারপিট করে এবং ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিয়ে আমরা বিএনপি নেতাদের জানাই। তারা ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলে। ১৪ ডিসেম্বর আমরা লিখিত অভিযোগ দেই। পরে জানতে পারি ওই দুইজনকে বহিষ্কার করা হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ছাত্রদের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দুই জনকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে হামলাবাজদের কোনো আশ্রয় নেই।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.