উত্তম কুমার
যশোরের কেশবপুর ভান্ডারখোলা ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্যোগে একাউন্ট হোল্ডদের মাঝে কম্বল ও ছাতা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ভান্ডারখোলা ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর পক্ষে ভান্ডার খোলা, লাউতাড়া, টিটাবাজিতপুর, হাসানপুর, বুড়িহাটী, ফতেহপুর আওয়ালগাতী, কাবিলপুর,মমিনপুর, খোবদই গ্রামে একাউন্ট হোল্ডদের মাঝে কম্বল ও ছাতা বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন ৪ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির সভাপতি মাষ্টার কে এম খলিলুর রহমান, ১১ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, ১১ নং হাসানপুর ইউনিয়ন জামাতের আমির মাস্টার হাফিজুর রহমান, প্রধান শিক্ষক কামরুজ্জামান, মাস্টার জাকির হোসেন, মতিয়ার রহমান, মাওঃ আব্দুস ছাত্তার, মাওঃখলিলুর রহমান, মাওঃ খবির উদ্দীন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গত কয়েক দিন যাবৎ কেশবপুরে ব্যাপক শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। শীতের প্রকোপে শিশু ও বৃদ্ধরা বাড়ি থেকে বের হতে পারছে না। কেশবপুর উপজেলার ভান্ডারখোলা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং নির্বাহী অফিসার নুরুজ্জামান ম্যানেজার, ওবায়দুল্লাহ ব্যাবস্হাপক, রায়হান সহ ম্যানেজার, আব্দুল্লাহ । একাউন্ট হোল্ডারদের মাঝে কম্বল বিতরণ করেছেন। আকস্মিকভাবে কম্বল পেয়ে ঐ সকল একাউন্ট হোল্ডারা কম্বল পেয়ে আনন্দিত হয়েছেন।