শামীম আখতার নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২টা পর্যন্ত কেশবপুর উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে ওই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা নাক, কান, গলা, চর্ম, শিশু, জ্বর, জর্দি, কাশি ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আলমগীর, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: জি.এস.কে ডালিম ও মেডিকেল অফিসার ডা: রিপন রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) এর চেয়ারম্যান এ.কে আজাদ ইকতিয়ার।ক্যাম্পে প্রায় ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও শতাধিক রোগীর রক্তের গ্রপ ও ডায়াবেটিস নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) এর ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, ডেভেলপমেন্ট ডিরেক্টর মিজানুর রহমান মায়া, মজিবুর রহমান, শাখা পরিচালক আনিছুর রহমান, পরিচালনা পরিষদ কর্মকর্তা ইসহাক আলী, সাংবাদিক পরেশ দেবনাথ, আবু বক্কার সিদ্দিক, সোহেল পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।