নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্টা বার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকালে ‘শিক্ষা শান্তি প্রগতি ‘ শ্লোগানে উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নৌকা সদৃশ মঞ্চে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসাবে মঞ্চে পারফর্ম করেন বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান। এছাড়াও স্থানীয় বাউল ও আধুনিক কণ্ঠ শিল্পীদের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো।
এসময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট আব্দুল মতিন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের বাইরে থেকে আগত ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।