নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দিনব্যাপী আবহমান বাঙালীর পৌষ-পার্বণের ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ ডিসেম্বর) ‘মেসার্স হুমায়ুন ট্রেডার্সের আয়োজনে কেন্দুয়া পৌর শহরের ধান মহালে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ষড় ঋতুর দেশ বাংলাদেশ। এখানে শিশু, তরুণ, বৃদ্ধ থেকে শুরু করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে পিঠা ভীষণ প্রিয়ো ও মজাদার খাবার। বিশেষ করে শীত এলেই প্রতিটি গ্রামে ও শহরের অলি-গলিতে ভাপা, চিতই, মেরা (গুলি), তেলের ও খেজুরের পিঠা সহ নানা স্বাদ ও গন্ধের পিঠার ধুম বসে। তবে হালে এসে এর কিছুটা ব্যত্যয় ঘটেছে বটে। কিন্তু একেবারে ফুরিয়ে যায় নি। এর প্রকৃষ্ট উদাহরণ ‘মেসার্স হুমায়ুন ট্রেডার্সে’র স্ব-উদ্যোগে এ পিঠা উৎসব।
কয়েকশত মানুষের ভীড় জমে এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজনে সামিল হতে। বিশেষ করে নতুন প্রজন্মের দাবি পূরণে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে নিঃসন্দেহে।
মেসার্স হুমায়ুন ট্রেডার্সের স্বত্বাধিকারী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন , এখন থেকে প্রতি বছরই এই পিঠা উৎসব চলবে। তিনি আরো জানান, এ উৎসবে অংশগ্রহণকারীদের প্রত্যেককে ২০২৪ সালের একটি ক্যালেন্ডার, কলম ও ডায়েরি উপহার হিসাবে দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.