সাইফুল আলম দুলাল কেন্দুয়া প্রতিনিধি
কেন্দুয়া-তাড়াইল সড়কের বাট্টামোড় নামক স্থানে অটোরিক্সা চাপায় কিবরিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বুধবার (৩ জানুয়ারি) বেলা ২টার দিকে ঘটনাটি ঘটে।কিবরিয়া আজমিরীগঞ্জের জিহাদ মিয়ার ছেলে। সে উপজেলার চিরাং ইউনিয়নের মনাটিয়া গ্রামে নানা সেকুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল।
জানা গেছে নানার বাড়ি থেকে বাট্টামোড়ের দোকান থেকে বিস্কুট কিনতে রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার চাপায় মারাত্নক আহত হয়।পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বলেন- আটোরিক্সাটি জব্দ ও কাওয়ালীকান্দা গ্রামের অটোচালক নওয়াব মিয়া (৩০)কে আটক করা হয়েছে।