সাইফুল আলম দুলাল নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একুশে পদক প্রাপ্ত (২০২৪) মরমী বাউল সাধক প্রয়াত জালাল উদ্দিন খাঁ স্মরণে "জালাল মেলা"-২০২৪ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে "জালাল মেলা"'র সার্বিক বিষয়ে বক্তব্য্ রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আত্মসন্ধানী মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁ'র ১৩০তম উদযাপন উপলক্ষে আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল (বৃহস্পতিবার, শুক্র ও শনিবার) তিনদিন ব্যাপী স্মরণকালের বৃহত্তর " জালাল মেলা " অনুষ্ঠিত হতে যাচ্ছে । কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তিনদিনের এ মহতী আয়োজনে দেশবরেণ্য লোকসংস্কৃতি গবেষকদের অংশগ্রহণে আলোচনা, জাতীয় ও স্থানীয় বাউল শিল্পীদের জালালগীতি পরিবেশনা, মঞ্চ নাটক, গ্রামীণ মেলা ও পুতুল নাচের আয়োজন করা হতে যাচ্ছে । এছাড়াও বর্ণিল এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে "ভাবতরঙ্গ " শিরোনামে একটি প্রকাশনান প্রকাশিত হতে যাচ্ছে । বর্ণাঢ্য এ "জালাল মেলা"র যাবতীয় আয়োজনটিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে সকল গণমাধ্যম কর্মীগনকে তাঁদের নিজ নিজ গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে দেশের লোকজ সংস্কৃতির প্রসার ও বিকাশের মূল্যবান অংশীদার হবার জন্যে বিনীত অনুরোধ জানানো হলো ।
এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নপর্বের মাধ্যমে " জালাল মেলা" কে সফল ও স্বার্থক করা তোলা এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে উদযাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম,া কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা), কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমানা জীবন, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মাসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.