সাইফুল আলম দুলাল নেত্রকোনা প্রতিনিধি
বিসমিল্লাহির রাহমানির রাহিম, নারায়ে তাকবীর-আল্লাহু আকবার- শামছুল উলামা হযরত মাওলানা শাহ্ সূফী হাজী গোলাম সালমানী আব্বাসী হুগলভী (রহঃ), ফুরফুরা, ভারত মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা শাহ্ সূফী ইছমাঈল আলী জাহাঙ্গীর নওধারী (রহঃ), রাজিবপুর, কেন্দুয়া-নেত্রকোণা, নূরে চশ্মে হযরত মাওলানা ক্বারী শাহ্ সূফী ছৈয়দ আলী আহম্মদ (রহঃ), ছয়আনী, কেন্দুয়া, নেত্রকোনা- এর স্মরণে আগামী শুক্রবার (১ মার্চ) বাদ জুমআ থেকে ফজর পর্যন্ত ছয়আনী দরবার শরীফের কেন্দুয়া পৌরসভাস্থ কেন্দুয়া নেত্রকোণায় ১১২ তম আজিমুশ্বান ওয়াজ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত বাৎসরিক মাহফিলে তা-লীম তরবিয়ত প্রদান করবেন ছয়আনী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীল পীরজাদা শাহ্ সূফী হযরত মো: আব্দুস সাদেক (দা:বা:)।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা কর্নেল (অবঃ) আব্দুন নূর খাঁন, কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা।
সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে বক্তব্য প্রদান করবেন, নেত্রকোণা এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাতেন, ভরাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু সাদেক, নেত্রকোনা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো: আব্দুল্লাহ্, ভরাপাড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মো: মাজহারুল ইসলাম, দিগদাইর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শরীফুজ্জামান জিহাদী, নেত্রকোণা জামিয়া রাহেলা পারভীন তাহযীবুল বানাতের মুহতামিম হযরত মাওলানা আসআদুর রহমান আকন্দ।
ছয়আনী দরবার শরীফের শাহ্ ক্বারী (রহঃ) ফাউন্ডেশন ও ছালেকুত ত্বরীকত ইসলামী সংঘের ব্যবস্থাপনায় ও সহকারী অধ্যাপক হযরত মাওলানা কবি সাইফ সিরাজ এঁর সঞ্চালনায়- প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- অধ্যক্ষ হযরত মাওলানা আবুল ফাতাহ্ মহিউদ্দিন খাঁন, অধ্যক্ষ হযরত মাওলানা এম.এ. মোনায়েম খন্দকার, হযরত মাওলানা ওয়াসেক বিল্লাহ্ নোমানী (নও-মুসলিম), প্রভাষক হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ্ আল ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- হযরত মাওলানা দেলোয়ার হোসাইন, হযরত মাওলানা মো: মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আব্দুল কাইয়্যুম, সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবুল কালাম আজাদ, হযরত মাওলানা হারুনুর রশীদ ফারুকী, হযরত মাওলানা হাফেজ মুফতী শোয়াইব আহমদ, হযরত মাওলানা আব্দুন নূর ফারুক, হযরত মাওলানা মুফতী শফিউল আলম কামাল।
আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বক্তব্য রাখবেন- পীরজাদা হযরত মাওলানা মুফতি ক্বারী শাহ্ মো: ফজলে এলাহী, হযরত মাওলানা আব্দুস সাত্তার সিরাজী, মুফতি শফিকুর রহমান, হাফেজ মাওলানা ফরিদ আহম্মেদ, মুফতী রায়হান আমিন রাশিদী, হযরত মাওলানা আশরাফুজ্জামান খোকন, হযরত মাওলানা মাহতাব উদ্দিন, হযরত হাফেজ মাওলানা আল-আমিন।
প্রতি বছর ছয়আনী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীল পীরজাদা শাহ্ সূফী হযরত মো: আব্দুস সাদেক (দা:বা:) এঁর আমন্ত্রণে আজিমুশ্বান ওয়াজ ও জিকির মাহফিলে দেশবরেণ্য ইসলামিক চিন্তাবিদগণ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুরিদান, আশেকান-জাকেরান ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অশেষ সওয়াবের ভাগিদার হওয়ার জন্য স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
এদিন সকলেই উক্ত মাহফিলে দলে দলে জিকিরের সাথে সাথে হাজির হয়ে আল্লাহ্ ও তাঁর প্রেরিত রাসুল (সাঃ) এঁর প্রেম ও আদর্শে জীবন গঠন করার প্রশিক্ষন প্রহন করে ইনছানী জিন্দেগীকে স্বার্থক করি।