ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) হিসেবে কর্মরত মোঃ ইমদাদুল হক এর কেএমপি হতে মনিরামপুর সার্কেল, যশোর হিসেবে বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ ০২ ডিসেম্বর সকালে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে সৌজন্য উপহার এবং স্মৃতিস্মারক প্রদান করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কেএমপিতে কর্মকালীন সময়ে বিদায়ী অতিথির কর্মকালের স্মৃতিচারণ করেন। পুলিশ কমিশনার বিদায়ী অতিথিকে সততা, নিষ্ঠার সাথে জীবন অতিবাহিত করার অনুরোধ করেন এবং তার কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ পুলিশের মর্যদা অক্ষুন্ন রাখতে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। এ সময় কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।