কুয়াকাটায় হোটেল নিউ সী-বিচইন নামের একটি আবাসিক হোটেল থেকে '' আফরোজা আক্তার রিতু (১৯) নামের এক পর্যটক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) শেষ বিকালে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহায়তায় ওই হোটেলটির ৫০১ নম্বর কক্ষের দরজা ভেঙে মৃতদেহ'টি উদ্ধার করা হয়। মৃত রিতু যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার আমির হোসেনের মেয়ে।
উক্ত ঘটনার বিষয়ে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে রিতু'সহ তার ছোট বোন, স্বামী ইছা মীর ও তার এক বন্ধু কুয়াকাটায় বেড়াতে এসে ওই হোটেলের ৫০১ নম্বর কক্ষে ভাড়ায় ওঠেন। গতকাল রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলো। হোটেলের কর্মচারীরা শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) বিকাল তিনটার দিকে হঠাৎ চিৎকার শুনতে পেয়ে ৫০১ নম্বর কক্ষের সামনে যায়, কিন্তু কক্ষটির ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এসময় বাকি তিনজন অর্থাৎ মৃত রিতু'র সফর সঙ্গি ওই কক্ষের সামনে বসা ছিলো। পরে পুলিশ'কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে অর্থাৎ ৫০১ নম্বর রুমের ভেতরে প্রবেশ করে দেখতে পাই যে, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর মৃতদেহ ঝুলছে এবং তারা মৃতদেহ উদ্ধার করেন।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.