নড়াগাতীর সংবাদ ডেক্স
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে কতিপয় ব্যক্তি গণপরিবহনে অগ্নি সংযোগ, জনমনে ভয়, আতঙ্ক ও নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে গোপনে পরিকল্পনা করে। র্যাব-৬, সদর কোম্পানি, ভাটিয়াপাড়া ক্যাম্প উক্ত পরিকল্পনার বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে । পরবর্তীতে সদর কোম্পানী ভাটিয়াপাড়া ক্যাম্পের আভিযানিক দল উক্ত নাশকতার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের আভিযানিক দল ১৩ ডিসেম্বর গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন রাতইল ইউনিয়নের রাতইল গ্রামে অভিযান পরিচালনা করে নাশকতার কাজে ব্যাবহৃত ০৪টি পেট্রোল বোমাসহ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মোঃ রাশেদুল ইসলামকে গ্রেফতার করে এবং তার সাথে থাকা অন্যান্য আসামিরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, উক্ত পেট্রোল বোমা গণপরিবহনে অগ্নি সংযোগ, জনমনে ভয়, আতঙ্ক ও নাশকতা সৃষ্টি করার লক্ষে নিজ হেফাজতে রেখেছিল। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর সহ মামলা রুজু করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.