নয়ন বৈরাগী কালিয়া প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ এর নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাৎ, চাঁদাবাজি ও অসদাচরণ এর বিরুদ্ধে মানব বন্ধন করেন কালিয়ার জনসাধারণ। এরপর কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটা বিক্ষোভ মিছিল বের হয়ে কালিয়া উপজেলা নির্বাহী অফিসের সামনে শেষ হয়।
শনিবার ১৭ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০ টায় কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান ও কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূয়াসহ কলিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে অন্যায় ভাবে বিতারিত হওয়া জনসাধারন।
কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া বলেন কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ শশাঙ্কের বিরুদ্ধে বিভিন্ন সময় নারী কেলেঙ্কারি ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে এবং জনসাধারণেরা তার কছে চিকিৎসার জন্য গেলে সে অন্যায় ভাবে চাঁদা দাবি করে। এই বেপারে পৌরসভায় একটি দরখাস্ত জমা করা হয়েছে।আপনাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি পৌর প্যানেল মেয়র হিসাবে আপনাদের পাশে আছি এবং পৌরসভার মেয়র সহ সব কাউন্সিলর আপনাদের পাশে থাকবে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন তিনি নিজেও ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ এর কাছে চিকিৎসার জন্য এলে হতাস হয়ে ফিরতে হয়েছে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে। তিনি মুক্তি যোদ্ধা পরিচয় দেওয়ার পরও তার কোনো সুচিকিৎসার ব্যাবস্থা করেননি ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ।
কালিয়ার সকল জনসাধারণ ও মুক্তিযোদ্ধাদের একটাই দাবি নারী কেলেঙ্কারির, সরকারি টাকা আত্মসাৎ ও চাঁদাবাজ ডঃ শশাঙ্ক চন্দ্র ঘোষকে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিষ্কাশিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.