নিজস্ব প্রতিবেদক
আজ ০২ অক্টোবর (বুধবার) নড়াইল জেলার কালিয়া ও নড়াগাতী থানা এলাকার সুধীজনের সাথে নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কালিয়া থানা পুলিশের আয়োজনে থানার হল রুমে, পুলিশ সুপার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা করেন। এলাকার সুধীজনেরা বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে সেগুলোর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার নড়াগাতী থানা প্রাঙ্গনে এলাকার সুধীজনের সাথে মতবিনিময় করেন। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর রায়, ডিআইও-০১ খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, কালিয়া থানা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ তরিকুল ইসলাম, সহসভাপতি হাফেজ মোঃ জাকারিয়া মোল্লা, জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব স ম ওহিদুজ্জামান মিলু, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামানসহ থানার বিভিন্ন এলাকা থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.