মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার
আসন্ন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী চোরম্যান ও ভাইস- চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।
মঙ্গলবার ( ২৩ এপ্রিল) দুপুরে জেলা নির্বাচন অফিসে জেলা রিটানিং অফিসার মোঃ জসিম উদ্দিন এ প্রতীক প্রদান করেন। এ সময় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীগন তাদের প্রতিনিধি ও গনমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।
ঘোড়া এ্যাডঃ মাহমুদুর হাসান কায়েস, চিংড়ি মাছ সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামিমুর রহমান ওসি, আনারস এস এম হারুনার রশীদ, মোটরসাইকেল বর্তমান চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ ও দোয়াত কলম প্রতীক নিয়ে লড়বেন এস এম নাজমুল হক প্রিন্স।
উল্লেখ্য, কালিয়া উপজেলা নির্বাচন মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্য ৫জন চেয়ারম্যান পদে, ৫জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ও ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮২ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯৭২০৯জন, এর মধ্য পুরুষ ভোটার ১০০১৭৮জন ও মহিলা ভোটার ৯৭০৩১জন। আগামী ৮ মে ১ম ধাপে এ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.