শেখ ফসিয়ার রহমান নড়াইল প্রতিনিধি
কালিয়া উপজেলার পৌর এলাকার কুলশুর চন্ডি মন্ডপ প্রাঙ্গণে কুলশুর সার্বজনীন নাম যজ্ঞ কমিটির আয়োজনে ৭ষ্ঠ বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নাম যজ্ঞ অখন্ড সংকীর্তন শুরু হয়েছে। হাজারো ভক্ত উপস্থিত হয়ে নামসুধা পান করছে। ১৬ ডিসেম্বর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে এই মহানাম সংকীর্তন ২৯ ডিসেম্বর পর্যন্ত মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল ভক্তবৃন্দের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়।
নামসুধা পরিবেশ করে রাধা গোবিন্দ সম্প্রদায় ফরিদপুর, বাবা বিশ্বনাথ সম্প্রদায় সাতক্ষীরা, শ্রীকৃষ্ণ বাসুদেব সম্প্রদায় কুষ্টিয়া, নদিয়া বিনোদ সম্প্রদায় ঝিনাইদহ, শ্রী শিপ্রা রানী সম্প্রদায় খুলনা, শ্রী শ্রী গৌঢ় গদাধর সম্প্রদায় নড়াইল। সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন,নাম যজ্ঞ কমিটির সভাপতি অলোক কুমার সাহা, সাধারণ সম্পাদক রাজীব সাহা, মন্দির কমিটির সভাপতি শুভজিৎ ভৌমিক সাধারণ সম্পাদক রাকেশ ভৌমিক, বিশিষ্ট শিল্পপতি বলরাম ভৌমিক, মন্টু ভৌমিক, এবং , ডাঃ পুলোক ভৌমিক, ডাঃ অসিম অধিকারী, তরুন কুমার মল্লিক, আনন্দ কুমার সাহা।
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সর্ব প্রকারের উৎসাহ উদ্দীপনা ও সহযোগিতা করেছেন কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, বিএনপি নেতা শেখ শেখ সিহাব হোসেন, স,ম,রেজা ই রাব্বি কামাল,মনিরুজ্জামান মনা, সরদার আর্মস্ট্রং, রবিউল ইসলাম, ছাত্রনেতা স,ম,রাকিবুজ্জামান পাপ্পু, সরদার তরিকুল ইসলাম।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.