ইট ভাটার মালিক আতাউর রহমান আফতাব (৪৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। রোববার ১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে নড়াইলের কালিয়া উপজেলার বাবরা- হাচলা ইউনিয়ন এর কাঞ্চনপুর গ্রামের পশ্চিম পাড়া জাহাঙ্গীর মুন্সির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আতিউর রহমান আফতাব মৃত আসাদ মোল্লার ছেলে। এলাকা বাসী ও আহত পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে আতাউর রহমান ও মোজাম্মেল হোসেন পিকলুর মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে।
এরই জের ধরে রোববার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে জাহাঙ্গীর মুন্সির বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্রাসীরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া পরামর্শ দেন। পরে তার আত্মীয় সজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। আতাউর রহমান আফতাব এর বাম হাত ঝুলে আছে , ডান হাত পেটসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের আঘাত রয়েছে।
এ ঘটনায় প্রতিপক্ষ মোজাম্মেল হোসেন পিকলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ও তাকে ফোনে পাওয়া যায়নি। থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।