মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের নিমিত্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার ( কালিয়া সার্কেল) কিশোর কুমার রায়,মেজর আহসান,কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম আহমেদ, নড়াগাতি থানার ওসি ( তদন্ত) মোঃ বুরহান, কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ, উপজেলা বিএনপির সদস্য সচিব স,ম ওয়াহিদুজ্জামান মিলু প্রমুখ।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তা,ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা,সকল মন্দির কমিটির সভাপতি,সাধারন সম্পাদকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার কালিয়া উপজেলার ১টি পৌরসভা সহ ১৪টি ইউনিয়নে ১৪৪টি পূজা মন্দিরে শারদীয় দূর্গা পূজা পালিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.