আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার বাগুডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় ৯টি বাড়িঘর ও ৫টি দোকান,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
রবিবার( ৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এসময় বাগুডাঙ্গা বাজারে নুর মিয়া মোল্লা, রাসেল মোল্লা, জনি মোল্লা,মাসরুল মোল্লার মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। এবং বাজারে আওয়ামীলীগের অফিস ভাংচুর করা হয়। পরে তারা গ্রামে সাবেক পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও মোল্লা বংশের মাতুব্বর মোঃ বাইজিদ মোল্লা, ইয়াছিন মোল্লা, রহিম শেখ, উবাইদুল শেখ, শওকত সিকদার, নুরে সমাদ্দার, জাকির মোল্লা, পলাশ মোল্লা, আলম তারা, সামাদ মোল্লা, রবিউল মোল্লা, কামরুল খানসহ ১১টি বাড়ীতে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা।
স্থানীয়রা জানান, বাগুডাঙ্গা কাজী ও মোল্লা বংশের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল রবিবার বিকালে শান্তিতে বসবাস করার জন্য দুই পক্ষকে থানায় ডেকে গ্যানজাম করবেনা মম্মে মুচলেকা নেন নড়াগাতি থানা পুলিশ।
পরে কাজী বংশের নান্টু কাজী বাগুডাঙ্গা বাজারে আসলে তার উপর মোল্লা বংশের গ্রুপের সামাদ মোল্লা আতর্কিত হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে।পরে খবর পেয়ে কাজী বংশের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে হামলা করে বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। এঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ঐ এলাকায় টহল অব্যাহত আছে।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর ব্যবহিত ফোনে একাধিকবার ফোন দিলে ও তিনি রিসিভ করেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.