মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলা ৪ নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে ফকিরপাড়া গ্রামের রাস্তার বেহাল অবস্থা, সরে জমিনে গিয়ে দেখা যায় সম্পূর্ণ রাস্তাটি বড় বড় গর্ত এবং যেখানে সেখানে পানি লেগে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে হয়েছে।
একজন ভ্যানচালক গণমাধ্যম কর্মীদের জানান এই রাস্তা দিয়ে ভ্যান গাড়ি নিয়ে চলাচল করা খুবই কষ্টকর মাঝে মাঝে বড় বড় গর্ত থাকার কারণে ভ্যান উল্টে গিয়ে অনেক ক্ষয় ক্ষতি হয়। অল্প বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে এই রাস্তা দিয়ে অনেক ছাত্র-ছাত্রী স্কুলে যাওয়া আসা করে তারা অনেক কষ্ট করে স্কুলে যায় এবং রাস্তা টির বেহাল অবস্থার কারণে ঠিক সময় মত তারা স্কুলে যেতে পারে না।
কালিয়াগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা, মোঃ ইমদাদুল হক গণমাধ্যম কর্মীদের জানান আমি নিজ উদ্যোগ মহেন্দ্র দিয়ে মাটি এনে সাময়িকভাবে রাস্তাটি চলাচলের ব্যবস্থা করতেছি, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ার কারণে অবহেলা অযত্নে পড়ে আছে রাস্তাটি মেরামত হলে এলাকাবাসীর অনেক উপকার হবে।