পিরোজপুরের ঝালকাঠী থেকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পিরোজপুর-নাজিরপুর সড়ক থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার ও দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজ ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করা হয়। আটককৃত শাওন হাওলাদার (২৫) ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার তুলাতলা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে এবং মাহিম হাওলাদার (২৬) ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার রাজাপুর বাজার এলাকার আব্দুল মতিনের ছেলে।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো. জুলফিকার আলী জানান, পিরোজপুর সদর উপজেলার জেলা কারাগারের সামনে থেকে একটি মাইক্রোবাসের গতিরোধ করে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় মাইক্রোবাসে থাকা দুই অপহরণকারী শাওন হাওলাদার ও মাহিম হাওলাদার নামের দুই জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন,ঝালকাঠীর রাজারপুর উপজেলা থেকে কলেজ ছাত্রীকে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গাড়িরে থাকা কলেজছাত্রী চিৎকার দিলে পিরোজপুর সদরের জেলা কারাগারের সামনে পুলিশ গাড়িটির গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয় এবং দুই অপহরকারীকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.