মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার ৮নং কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নড়াগাতি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জননী গ্রুপের চেয়ারম্যান এম এম আবুল হাসান প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। আবুল হাসানের মার্কা অটোরিকশা।
ভোটারদের দ্বারে দ্বারে ইউনিয়ন বাসীর উন্নয়নে অটোরিকশা মার্কায় ভোট চাচ্ছেন তিনি। নির্বাচনকে ঘিরে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। সাধারণ ভোটাররা জানিয়েছেন এবারের নির্বাচনে সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থী দেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শেষ মূহুর্তের প্রচারনায় অটোরিকশা মার্কায় ভোট চেয়ে মিটিং,মিছিল, জনসভা করে ব্যস্ত সময় পার করছেন এম এম আবুল হাসান। ইউনিয়নবাসীর উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
পাড়ায় মহল্লায় ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। চায়ের স্টল ও হাট বাজারে চলছে ভোটের চুল ছেড়া বিশ্লেষণ। এলাকার মুরুব্বী, সচেতন মহল, নারী পুরুষ নির্বিশেষে চেয়ারম্যান প্রার্থী এম এম আবুল হাসান এর (অটোরিকশা ) এর পক্ষে ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছেন।
সরজমিন ঘুরে দেখা যায়, অটোরিকশা প্রতীকের দিকে এবার ঝুঁকছে সাধারন ভোটাররা। আগামী ২৭ জুলাই ইভিএম মেশিনে ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এম এম আবুল হাসান বলেন,আমি নির্বাচিত হলে এলাকায় মাদক,সন্ত্রাস মুক্ত করবো। রাস্তাঘাট,স্কুল, কলেজের উন্নয়ন করবো।এছাড়া কলাবাড়িয়া গ্রামে যে অরাজগতা যে মারামারি, একের পর এক মাডার এসব বন্ধ করে সুন্দরভাবে সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যাবস্থা গ্রহন করবো। জয়ের ব্যপারে তিনি শতভাগ আশাবাদী।
উল্লেখ্য যে, সংশ্লিষ্ট ইউনিয়নে চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েস গত ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার কারনে আসনটি শূন্য হয়।