কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মডেল মসজিদে আজ ২২ ডিসেম্বর ২০২৪ ইং রবিবার সকাল ৯ ঘটিকায় ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ ও সর্বস্তরের তৌহীদি জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ এ ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোবারক হোসেন বুলবুল বলেন “ভারতের কথিত মাও: সাদ সাহেবের অনুসারী (সাদপন্থী-এতায়াতী) যারা ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে শত শত আলেম-উলামা, ছাত্র ও তাবলীগের সাধারণ সাথীদেরকে মারাত্মক আহত করেছিল এবং ১৮ ডিসেম্বর/২৪-এ আবার টঙ্গী ইজতেমার মাঠে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে ০৪ জনকে হত্যা করেছে। অনতিবিলম্বে হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি প্রদান এবং এহেন সন্ত্রাসীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবি করেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন করিমগঞ্জ ইমাম উলামা পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা নুরুল আমিন, অর্থ-সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, গুজাদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মোহাম্মদ নূর ইসলাম, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুর রহমান, নিয়ামতপুর ইউনিয়নের সভাপতি হযরত মাওলানা শাহজালাল সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সদস্য বৃন্দ।পরে মাওলানা মোবারক হোসেন বুলবুল এর নেতৃত্বে মডেল মসজিদ বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি করিমগঞ্জ প্লেসক্লাবে এসে শেষ করে ৫ সদস্যের একটি টিম উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ সুপারের কাছে সারক লিপি পেশ করেন।