কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও বার্ষিক মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় মাঠে এই ফলাফল প্রকাশ ও বার্ষিক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি (এডহক কমিটি) সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহুয়া আক্তার ডলির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:জালাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে করিমগঞ্জ উপজেলা রির্সোস সেন্টার ইন্সট্রাক্টর দুলাল কুমার সেন,কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সদস্য সচিব আল আমিন,গুণধর ইউপির সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ জাহিদ,উরদিঘী দাখিল মাদরাসা সুপার মো:মাহতাব উদ্দিন,গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি মো:আশরাফ আলী,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,জাতীয় পার্টি নেতা আবু জাহেদ মাস্টার,জাতীয় পার্টি নেতা ও গুণধর ইউপির সাবেক সদস্য নজরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:শাহনূর ইসলাম,মো:ছাইদুর রহমান,ফৌজিয়া জাহান নিশি,গুণধর ইউনিয়ন স্টুডেন্টর্স অর্গানাইজেশনের সভাপতি আবু সজিব,করিমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য পারভেজ আহমেদ, গুণধর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাব্বির আহমেদ,আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অভিভাবকদের মধ্যে ২৫০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.