ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্কাউট খুলনা জেলার আয়োজনে ৩৭ ও ৩৮ তম কোর্স ফর রোভার মেট এর মহা তাবু জলসা রবিবার রাতে কপিলমুনি কলেজ মাঠে সমাপ্তি হয়। গত ২৮ নভেম্বর বিকাল ৫ টা হতে নিবন্ধনের মাধ্যমে শুরুর হয়ে ১ ডিসেম্বর রাত অবধি ৪ দিন ব্যাপী কোর্স ফর রোভারমেট অনুষ্ঠিত হয়। কপিলমুনি কলেজ ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহন করে। মহা তাবু জলসায় ৩৭ তম কোর্সের রোভার কোর্স লিডার মাহমুদ হোসেন এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা স্কাউটের আহবায়ক ও কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। উদ্বোধনী বক্তব্য দেন প্রধান স্কাউট ব্যক্তিত্ব শিকদার রুহুল আমীন। এলটি তাবু জলসার ব্যাখ্যা ও সার্বিক কোর্স চিত্র তুলে ধরেন প্রাক্তন অধ্যক্ষ ও সাবেক কমিশনার বিশেষ স্কাউট ব্যক্তিত্ব মোঃ আমিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা সরকারী কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল বাইন, পাইকগাছা সরকারী কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাংবাদিক পলাশ কর্মকার। এছাড়া ৩৭ ও ৩৮ তম কোর্সের রোভার মেট এর কোর্স লিডার শংকর কুমার রায়। উল্লেখ্য ২০ টি কলেজের ১০২ জন রোভার এই কোর্সে অংশ গ্রহন করেন। ১৬ জন প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.