নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক। কক্সবাজারের যে প্রথম পর্যটক স্পট রয়েছে কলাতলী পয়েন্ট হইতে লাবনী বীচ পর্যন্ত । তার মধ্যে কলাতলী পয়েন্টে রাতের আধারে স্থানীয় কিছু লোকজন অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে, চটপটি, ফিশ ফ্রাই, সহ অবৈধভাবে দোকান নির্মাণ করে দিন রাত ব্যবসার চালিয়ে যাচ্ছে তার মধ্যে জেলা প্রশাসকের যে তথ্য কেন্দ্র রয়েছে। অবৈধ দোকান ব্যবসায়ীরা তথ্য কেন্দ্রের সামনে যে পয়েন্ট টা রয়েছে মানুষের চলাফেরার রাস্তা সহ বন্ধ করে দিয়ে দিনরাত ব্যবসা চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসনের অন্তর্ভুক্ত যে দোকানপাট রয়েছে তাদের অভিযোগ তারা সরকারি আইন মেনে বীচ ম্যানেজমেন্ট কমিটির অন্তর্ভুক্ত যে ব্যবসা পরিচালনা করার লাইসেন্স রয়েছে ঐ লাইসেন্স দিয়ে তারা ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘ বছর ধরে।
কিন্তু তাদের প্রশ্ন গত ৫ আগস্ট এর পর থেকে কলাতলী পয়েন্টে শতশত অবৈধ দোকানপাট নির্মাণ করে অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে জেলা প্রশাসকের অন্তর্ভুক্ত বীচ ম্যানেজমেন্ট কমিটির কয়েকজন সদস্যর সাথে কথা বলে আমরা জানতে পারি এসব অবৈধ দোকান ব্যবসায়ীদেরকে কিছু বললে তারা তাদেরকে হুমকি দুমকি প্রদান করে। এসব অবৈধ দোকানপাট যদি জেলা প্রশাসকের পক্ষ থেকে কোন উদ্যোগ যদি না নেওয়া হয় তাহলে কলাতলী বীচে বিপদজনক সৃষ্টি হতে পারে এমন প্রশ্ন তুলে ধরে সাধারণ ব্যবসায়ীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2025 নড়াগাতীর সংবাদ. All rights reserved.