এনভয় গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক মিসেস সারমিন সালামের উঠান বৈঠক
মোল্লা জাহাঙ্গীর আলম- ভ্রাম্যমাণ প্রতিনিধি।
খুলনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর পক্ষে নির্নাচনী উঠান বৈঠক বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বান্দাখাল গ্রামে অনুষ্ঠিত হয়।
বান্দাখাল গ্রামবাসী কর্তৃক আয়োজিত এই নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন এনভয় গ্রুপের চেয়ারম্যান,সমাজসেবক মিসেস সারমিন সালাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু,যুগ্ন সাধারন অধ্যাপক শ্যামল কুৃমার দাস,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান।
আওয়ামীলীগ নেতা রনজিত বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত বিশ্বাস।
রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিনা ইয়াসমিন,জেলা শ্রমিকলীগ নেতা তপন কুমার বিশ্বাস,উপজেলা কৃষকলীগ নেতা ওয়াহিদুজ্জামান আরমান মিয়া,ইউপি সদস্য আবু সালেহ,উপজেলা যুবলীগ নেতা সফিকুর রহমান ইমন।
খায়রুজ্জামান সজল,অরূপ কুন্ডু, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম কাজল,রিয়াজ শেখ,প্রদীপ বিশ্বাস, অসিত পাত্র,মহাদেব বৈরাগী,মাধব পাত্র,অনুপম চৌধুরী, প্রান্ত বিশ্বাস,দিপক বিশ্বাস,বিষ্ণু বিশ্বাস,সুখপদ বাড়ই, দিপক বিশ্বাস,পিষূষ বিশ্বাস,বিশ্বজিত প্রমূখ।
এরপর তিনি ঘাটভোগ ইউনিয়নের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য স্বপ্না রাণী পালের আয়োজনে বান্ধাখাল পশ্চিম পাড়া দূর্গা মন্দিরে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুকুমার বৈরাগী,আইরিন পারভিন,মিহির শিকদার,জুনু বিশ্বাস,মিনতি বিশ্বাস,তুষার বালা,সুজন বসু,সামসুর শেখ,পূর্নিমা বিশ্বাস প্রমূখ। এরপর তিনি গিলাতলা গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে যোগদান করেন।