সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ করেছে। আজ রবিবার (১৯মে) সকাল ১০টার সময় নেতাকর্মীদের নিয়ে তাড়াশ পৌর সদর বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সঞ্জিত কর্মকার বর্তমান তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সামাদ খন্দকার,বীর মুক্তিযোদ্ধা মো আব্দুর রাজ্জাক, তাড়াশ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আব্দুল হাকিম, তাড়াশ পৌর সদরের ৪নং ওয়ার্ডে কাউন্সিলর মো. শামীম সরকার বিএ, মো আতাউর রহমান সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাবেক, তাড়াশ পল্লি বিদ্যুৎ পরিচালক মির্জা শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো মামুন বাহারী, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক মো শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো বাঁকী সরকার, তাড়াশ উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মো সবুজ সরকার প্রমুখ।