মনির বিশেষ প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জ্বল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার ০৯ মে বেলা ১১ টায় লক্ষ্মীপাশা পৌর আওয়ামীলীগ অফিসে গনমাধ্যম কর্মীদের সাথে তার নির্বাচনী ইশতেহার পেশ করেন।
নির্বাচনী ইশতেহারে তিনি বলেন আমি নির্বাচিত হলে নিম্ন বর্ণিত উল্লেখ যোগ্য ১২ টি বিষয়ে বাস্তবায়ন করবো
১/ সন্ত্রাস, দূর্নীতি ও মাদক মুক্ত লোহাগড়া গড়ার অঙ্গীকার।
২/ প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পর্ন সরবরাহ ও সরকার প্রদত্ত ভর্তুকি প্রকৃত কৃষকের মাঝে বন্টন।
৩/ বেকার যুবকদের তথ্য ও প্রযুক্তি প্রশিক্ষণ ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা।* গ্রামীন রাস্তাঘাট ও সড়কের উন্নয়ন।
৪/ প্রকৃত ভাতা ভুগিদের প্রাধান্য দিয়ে ভাতার সুষম বন্টন।
৫/ ভুমি জালিয়াতকারী এবং ভূমিদস্যদের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ।
৬/ শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান উন্নয়ন।
৭/ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহ অবস্থান বজায় রেখে হাত প্রতিষ্ঠায় কাজ করা।
৮/ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও মন্দির সমূহের মান উন্নয়ন।* স্বচ্ছ জবাবদেহিমূলক এবং ইস্মার্ট লোহাগড়া উপজেলা গড়ে তোলা।
৯/ শিক্ষা, শিল্প, সাহিত্য সহ অন্যান্য ক্ষেত্রে অবদান রাখায় গুনিজনদের সম্মাননা প্রদান।
১০/ জনগণের সার্বিক উন্নয়ন এবং ব্যক্তি পর্যায়ের বিকাশ সব পক্ষকে নিয়ে দলমত নির্বিশেষে কাজ করবো বলে ব্যক্ত করেন।
সবশেষে উপজেলা বাসীর খেদমত করার জন্য মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।