এস.এম.শামীম দিঘলিয়া খুলনা
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এর হাজীগ্রাম এলাকায় জনসংখ্যার তুলনায় মসজিদের সংখ্যা খুবই কম । প্রতি ওয়াক্তে নামাজ আদায় করার জন্য এজ গ্রামের মানুষ প্রায় এক কিলোমিটার রাস্তা পাড়ি দেয়। ভাবতে অবাক লাগলেও এমন টি দেখা মিললো দিঘলিয়ার দক্ষিণ হাজী গ্রামে জমি দাতা মরহুম ফারুক মোল্লা ও এলাকাবাসীর প্রচেষ্টায় তৈরি হতে যাচ্ছে দক্ষিণ হাজীগ্রাম এলাকায় মসজিদ-এ- কূবা। উদ্বোধনের প্রায় দুই মাস পার হয়ে গেলেও নামাজের উপযোগী হয়ে ওঠেনী মসজিদ টি। গত ৩ ই মে শুক্রবার উদ্বোধনের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়।
এই মসজিদ টি নির্মাণ করতে প্রয়োজন হবে বালু ভরাট, ইটের গাঁথুনি ও গ্রেট ভীম ঢালাই। অর্থের প্রয়োজন প্রায় লক্ষ লক্ষ টাকা। প্রাথমিক পর্যায়ে টিনের চাল ও টিনের বেড়া দিয়ে নামাজ আদায় করতে চান মুসল্লিরা। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে সংবাদ টি দেখছেন আপনার সাধ্যমত সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন মুক্ত হস্তে দান করুন। মসজিদ কমিটি- বিকাশ ও নগদ নাম্বার 01921135215।