সালমা আক্তার কুমিল্লা জেলা প্রতিনিধি
-১(দাউদকান্দি -তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ আবদুস সবুর বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরে দাউদকান্দি বাজারের শ্রী শ্রী গোপনাথ জীউড় আখরায় সনাতন ধর্মালম্বীদের বাসন্তী পূঁজায় এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময় করেছেন
পরে আলোচনা সভায় জনাব মোহাম্মদ আরাফাতুল আলম উপজেলা নির্বাহী অফিসার দাউদকান্দি কুমিল্লা, সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান দাউদকান্দি কুমিল্লা, জনাব, মোঃ মোজাম্মেল হক অফিসার ইনচার্জ দাউদকান্দি মডেল থানা, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, বিল্লালুর রশিদ দোলন, ভিপি সালাউদ্দিন রিপন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকারসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহন করেন ।