স্টাফ রিপোর্টার
আজ( মঙ্গলবার) সকাল ১১ টার দিকে দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে ২০২৪ সালের একাদশ, স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের বিদ্যেৎসাহী সদস্য মোঃ সাইফুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি আরিফুল, বিশেষ অতিথি মোঃ: সাইফুর রহমান, কলেজের প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল হক বাবুল, সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম প্রমুখ। অধ্যক্ষ, অতিথি ও শিক্ষক বৃন্দ নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন -আজকে যে সব তরুণ শিক্ষার্থী রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রকৃত জ্ঞান আহরণ করে তাদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।
বিশেষ অতিথি মোঃ সাইফুর রহমান বলেন, তরুণদের হাতেই যে বাংলাদেশ নিরাপদ তা বারবার প্রমাণ হয়েছে। তাই যোগ্য নেতৃত্বের জন্য শিক্ষার বিকল্প নাই। তরুনদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.