বিশেষ প্রতিনিধি- সাকিব আল হাসান।
খুলনার পাইকগাছায় জামাতের আমির ডাঃ সফিকুর রহমান এর আগমন উপলক্ষে কপিলমুনিতে জামায়েত নেতা ও সাধারন জনতা পথ সমাবেশ করেছেন। এই পথ সভায় বক্তব্য রাখেন স্থানীয় খুলনা জেলা ও কেন্দ্রীয় জামায়েত নেতা কর্মী। নেতাকর্মীরা বলেন আগামী ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পাইকগাছা থানার গদাইপুর ফুটবল ময়দানে জামাতের পথ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়েত ডাঃ শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন জামায়েতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা এমরান হুসাইন, মাওলানা গোলাম সারোয়ার সহ জেলা ও উপজেলা নেতাকর্মী বৃন্দ। বিগত সৈর সাসক আমাদের কোন কর্মকান্ড পরিচালনা করতে দেয়নি। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি।
এখন আর ঘরে বসে থাকার সময় নাই। উক্ত অনুষ্ঠানকে সফল করতে সকলকে দলে দলে যোগদান করার জন্য আহবান করা হয়েছে। আরো বলা হয়েছে আগামীর নির্বাচনে আমরা যাতে সৎ যোগ্য ব্যক্তিকে সংসদে বসাতে পারি তার জন্য জামায়েত ইসলামের সাথে থাকার জন্য সকলকে আহবান করা হয়েছে।