ভিকটিম ফেইসবুক এর মাধ্যমে গত ২ মাস পূর্বে জনৈক ময়না মল্লিক নামক ফেইসবুক আইডিতে কথা বলার সুবাধে ভালো সম্পর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে ময়না মল্লিক তাদের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে ভিকটিমকে বেড়াতে যাওয়ার প্রস্তাব দিলে। গত ০৬ সেপ্টেম্বর ২০২৩ ভিকটিম বাগেরহাট জেলার ফকিরহাট বাসস্টান্ডে পৌছালে ময়না মল্লিক এর ভাগিনা ভিকটিমকে নিয়ে আনুমানিক রাত্র ০৯ টায় ময়না মল্লিক এর বাসায় পৌছায়। রাতের খাওয়া শেষ করে ভিকটিম বিশ্রামে গেলে তার কিছুক্ষণ পরে অজ্ঞাতনামা ৪থেকে ৫ জন পুরুষ এসে ভিকটিমকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ এলোপাথারী চর থাপ্পর মারে এবং ময়না মল্লিককে পাশে বসিয়ে অশ্লীল ভিডিও ও ছবি ধারন করে। এবং ০৭ সেপ্টেম্বর ২০২৩ তাকে ৪ থেকে ৫ জন অজ্ঞাত বিবাদী ভিকটিমকে রুপসার একটি অজ্ঞাত স্থানে আটক করে রাখে এবং মুক্তিপন হিসেবে প্রথমে ১০ লক্ষ টাকা নগদ দিতে বলে।
ভিকটিম টাকা দিতে না পারায় বিবাদীরা ভিকটিমের সাথে থাকা সাইড ব্যাগ হতে রুপালী ব্যাংকের ০২ টি চেকের পাতা এবং ১০০ টাকা মূল্যের ০৩ টি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
ভিকটিমের সঙ্গে থাকা স্মাট মোবাইল ফোন, হাত ঘড়ি ও নগদ ৫০০০- টাকা ছিনিয়ে নিয়ে ভিকটিমকে ছেড়ে দেয়।
গত ১০ সেপ্টেম্বর ২০২৩ ভিকটিম ব্যাংকের শাখায় গিয়ে জানতে পারে তার একাউন্ট হতে ৭৯,০০০- হাজার টাকা বিবাদীরা উত্তোলন করে নিয়েছে। ভিকটিম কে বিভিন্ন সময় বিবাদীরা টাকার জন্য হুমকি ধামকি দিয়ে বলে টাকা না দিলে ধারনকৃত ভিডিও তোমার আত্নীয় স্বজন ও বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতিপন্ন করব।
পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকে আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
০৫ মার্চ ২০২৪ র্যাব-৬, জানতে পারে আসামীরা বাগেরহাট জেলার চিতলমারী থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে একই তারিখ রাত ১২টা.৪৫ মিনিটের সময় বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন পাড় ডুমুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার চিতলমারী থানার আসামী জিৎ ভক্ত @সোনা ভক্ত (৪২), সিদ্ধার্থ ভক্ত (১৮), মোঃ লালন ফকির (৩৩) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা প্রতারণার , অপহরন ও মুক্তিপন আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও সমাজের বিভিন্ন পর্যায়ের লোকদের ফাদে ফেলে এভাবে অর্থ আদায়ের সাথে জড়িত বলে জানা যায়।
পরবর্তিতে গ্রেফতারকৃত আসামীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.