নড়াগাতীর সংবাদ ডেক্স
খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র খুলনা জেলা ও বিভাগীয় কমিটির আয়োজনে জেলা পরিষদের সম্মেলন কক্ষে ১০ ডিসেম্বর রবিবার দুপুরে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
আসক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় প্রধান উপদেষ্টা ও খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান। বাগেরহাট সদর ওসি এলএসডি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় আসকের খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল কাইয়ুম খানের পরিচালনায় খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শরীফ আহম্মদ মোল্লার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহমেদ, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস তারা, আসকের খুলনা বিভাগীয় উপদেষ্টা দৈনিক সময়ের খবর পত্রিকার মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, আসকের বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবায়দুল, মোঃ আসাদুজ্জামান ডাবলু, মোঃ শফিকুল ইসলাম, মামুন মোল্লা, মুরাদ মোল্লা, সাংবাদিক রাজু, মোহাম্মদ রিয়াজুদ্দীন, মোঃ সোহেল, মোহাম্মদ ইনামুল, মোহাম্মদ একরামুল সহ বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও আসকের খুলনা জেলা ও বিভাগীয় শাখার নেতাকর্মীরা ।
অনুষ্ঠানে খুলনা বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য ১৬ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর পূর্বে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। বার্তা সম্পাদক: এম এম হাচান। উপদেষ্টা হাবিবুর রহমান। সহকারী বার্তা সম্পাদক: চৌধুরী জুয়েল রানা। খুলনা অফিস: মুজগুন্নী খালিশপুর খুলনা। নড়াইল অফিস: নড়াগাতী থানা পূর্বপাড় বাজার, নড়াগাতী, নড়াইল যোগাযোগ: 01728-060690, 01933-200080, 01715422025 , ইমেইল: naragatirsangbad@gmail.com
Copyright © 2024 নড়াগাতীর সংবাদ. All rights reserved.